লুকাস৩৬৫ ওয়েবসাইট সম্পর্কে

 লুকাস ৩৬৫ এর শর্ত, গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে 

1-লুকাস৩৬৫ সম্পর্কে

লুকাস৩৬৫ জুরে একটি ওয়েবসাইট পেইজ।আমরা আমাদের ওয়েবসাইটে সকল বিষয়াদি সম্পর্ক আলোচনা করে থাকি।ডিজিটাল মার্কেটিং কোর্স কম্পিলিট করার মাধ্যমে ঘরে বসেই লক্ষাধিক টাকা ইনকাম করা সম্ভব।

1.1ফ্রিল্যান্সিং এমন একটা প্লাটফর্ম যেখানে সহজে নিজের বিজনেস দার করানো যায় । 

2.লুকাস ৩৬৫ কী ?    

2.1-লুকাস৩৬৫ প্রধানত একটি ডিজিটাল মার্কেটিং কোর্স। lucas365 এখানে বিভিন্ন তথ্যর মাধ্যেমে কোর্স করানো হয়,বিভিন্ন কোর্স প্রদান করার মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় এবং নিয়মিত তথ্যর মাধ্যমে ব্লগ পোস্ট প্রকাশ করে থাকে

লুকাস৩৬৫ এর প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন

2.2-লুকাস৩৬৫ প্রতিষ্ঠাতা অ্যাডমিন মোঃ আলমগীর হোসেন। ২০২৪ সাল থেকে ডিজিটাল মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট বিষয় নিয়ে তথ্য বিষয়ক সংশ্লিষ্ট অত্যন্ত সফলতার সাথে কাজ করে যাচ্ছি।১-জানুয়ারি ২০০৫ সালে জন্মগ্রহণ করেন। তার বসবাসের ঠিকানা সিরাজগঞ্জের,উল্লাপাড়া,২নং বাঙ্গালা ইউনিয়ন। পড়াশোনা করছেন ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ।  ডিজিটাল  মার্কেটিং করার মাধ্যমে ঘরে বসে কাজ করা সম্ভব এবং তার পাশাপাশি বেকারত্ব দুর করা সম্ভব।

2.গোপনীয়তা নীতি

2.1-লুকাস৩৬৫ ওয়েবসাইটে আপনার তথ্য সুরক্ষিত রাখা বা প্রবেশ করানোর জন্য যেমন নাম, মোবাইল ফোন নাম্বার, জি-মেইল লিঙ্ক ব্যক্তিগত ভাবে সুরক্ষিত রাখা হয়। কিন্তু তার মধ্যে লুকাস৩৬৫ ওয়েবসাইট নিশ্চিতভাবে আপনার গোপনীয়তার নিয়ন্ত্রণগুলি ১০০% গ্যারান্টি দিতে পারে না।

2.2-আমরা আপনার তথ্য সেয়ার করার জন্য বিভিন্ন ওয়েবসাইট লিঙ্ক এবং কন্টেন্ট এর জন্য (গুগল অ্যাডসেন্স এবং গুগল অ্যানালিটিক্সের) সাথে আপনার তথ্য সেয়ারের জন্য এবং আপনার কাছে পৌছানোর জন্য ইনফরমেশন দিয়ে থাকি।

2.3-এ সাইটের

সকল লিঙ্ক সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্রে বিশেষে বিভিন্ন লিংকে প্রবেশ করার জন্য বিভিন্ন কোডের সম্মুখিন হতে পারেন। 

3.কমেন্ট পলিসি

3.1-লুকাস৩৬৫ জুর  যে কোনো ব্লগ পোস্ট , ভিডিও বা ওয়েবসাইট পেইজে মন্তব্য করার ক্ষেত্রে ব্লগ বা ওয়েবসাইটে কোনো কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করুন।

3.2-যে ব্লগ ভিডিও বা ওয়েবসাইট পেইজে মন্তব্য করবেন সেই ভিডিও বা ওয়েবসাইটে কোনো বিষয়ে নিজের কাছে ভালো লাগা বা গঠনমূলক  সমালোচনা করে মন্তব্য করতে পারেন।

3.3-উপরের দেওয়া সকল নিয়মাবলি ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে  মন্তব্য করবেন না। 

3.4-কমেন্টে সকল ধরনের অশালীন বা অশ্রাব্য শব্দ বাক্য ব্যবহার করে মন্তব্য করবেন না। 

3.5-আপনার বা অন্যর কোনো কিছু জানার থাকলে বা অভিযোগ ও প্রশ্ন থাকলে আমাদের ওয়েবসাইট  যোগাযোগ   করতে পারেন। 

4.আমাদের নীতিমালায় আপনার একমত প্রসঙ্গে 

4.1-আপনি লুকাস৩৬৫ ওয়েবসাইট (ফেসবুক,ইউটুব ও অফিস ইত্যাদি) যে কোdiv সাইটে কাজ শেখার জন্য আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।এখানে হাতে কলমে কাজ শিখানো হয়।আপনি চাইলে কাজের পাশাপাশি আমাদের এখানে জব করতে পারেন।

4.2-অল্প কয়েক মাসের মধ্যে সকল ধরনের কাজ শিখানো হয়ে থাকে।আপনি যদি আমাদের প্লাটফর্মে কাজ শিখতে চান তাহলে আমাদের দেওয়া কিছু  নিয়মাবলি পূরন করে একমত পোষণ করেন।সকল ধরনের শর্ত গোনীয়তা নীতি বা সমস্ত নীতি না মেনে একমত পোষন না করলে লুকাস৩৬৫ ওয়েবসাইট  কোর্স থেকে নিজেকে বিরত রাখুন।

4.3-লুকাস৩৬৫ পেইজে সকল কোর্স লাইফগ্যারান্টি দিয়ে কাজ শেখানো হয়।তাই আমাদের ওয়েবসাইটের কোনো শর্ত,গোপনীয়তা নীতি ও সমস্ত নীতিমালার বিষয়ে কোনো অভিযোগ থাকলে যোগাযোগ করুন

4.4আমার ওয়েবসাইটের ভবিষ্যৎ

আমি লুকাস৩৬৫ এর ওয়েবসাইট পেইজের মাধ্যমে নিজেকে প্রতিষ্টিত করতে পেরেছি। এর থেকে নিজের একটা কম্পানি তৈরি করতে চাই। যেখানে যেকোনো কম্পানির এড তৈরি এবং ব্যাবসা প্রতিষ্টান দার করানোর বিভিন্ন উপায় থাকবে। ওয়েবসাইট তৈরির মাধ্যমে কিভাবে নিজের পন্যের সেল বাড়ানো যায় তার উপায় তৈরি করে দিবে।
একদম শুন্য থেকে সফল হওয়া পর্যন্ত সকল সাপোর্ট দিবে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং এর দিকে আগ্রহি হয় সেক্ষেত্রে আমার প্রটিষ্ঠান থেকে এই বিষয় গুলা শেখানো হবে। আমার কম্পানি থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকামের ব্যাবস্থা করে দেয়া হবে। কাজ শেখানোর পর আমার কম্পানিতে কাজের সুযোগ থাকবে চাইলে আমার কম্পানি তে জব করে নিজের পায়ে দারাতে পারবেন। দেশের লক্ষাধিক বেকার এর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবো /!

5.বিশেষ দ্রষ্টব্য

5.1-ডিজিটাল মার্কেটিং দিন দিন অত্যন্ত প্রচলিত হতে চলেছেন।নেটের চাহিদা দিন দিন যে ভাবে বৃদ্বি পাচ্ছে এতেই বোঝা যাচ্ছে মার্কেটিং নেটের চাহিদার সাথে বৃদ্ধি পাচ্ছে। 

5.2-মানুষ এখন সকল ধরনের কাজ রুমে বসেই করে থাকেন যা মার্কেটিং করার মাধ্যমে সম্ভব হয়ে থাকে।আমরা এখন ঘরে বসেই সকল জিনিস হাতে পেয়ে যাই। নির্দিষ্ট কোনো স্থানে বসে কোনো কাজ করাই অনলাইন মার্কেটিং।সকল সিদ্ধান্তের ক্ষেত্রে লুকাস৩৬৫ অ্যাডমিন প্যানেলের সিদ্ধান্তই চূরান্ত বলে  গন্য করা হবে।


             লুকাস৩৬৫ জুরে যোগাযোগের ঠিকানা

         যোগাযোগ করতে এখানে ক্লিক করুন



এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লুকাস৩৬৫ জুরে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url