১.কি ভাবে জিমেইল আইডি খুলবো
কেন আমরা জিমেইল আইডি খুলবোঃ
জিমেইল শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনেক দরকারি কাজে আমাদের জিমেইল
প্রয়োজন হয় । জিমেইল সাধাণত গুগলের একটি তৈরি কৃত ইমেইল সেবা যার মাধ্যমে বিনা
মূল্যে বিশ্বব্যাপি যোগাযোগ করার সুবিধা রয়েছে। এটির মাধ্যমে আমরা বিভিন্ন
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্ট তৈরি করে থাকি। এটার মাধ্যমে আমরা
নিজের ছবি ভিডিও সংরক্ষন করে থাকি। অনেকে এটার নাম জানলেও সঠিক ব্যাবহার জানি না।
এটার যেমন উপকারিতা আছে ঠিক তেমন অপকারিতাও আছে । আমরা নিজেদের কাজে ব্যাবহার
করলেও অনেক সময় হ্যাকার এর কবলে পরে আমাদের অনেক গোপনীয় তথ্য হ্যাকারদের কবলে পরে
যায় । যার কারনে আমরা বা আমাদের প্রতিষ্ঠান বিপদের মুখে পড়তে পারে । যেহেতু
জিমেইল এর সঠিক ব্যাবহারে আমাদের সকল গোপনীয় তথ্য সুরক্ষিত থাকে তাই আমাদের
প্রয়োজন এটার সম্পর্কে সঠিক ধারনা থাকা।নিজেদের করা সামন্য ভুল থেকে যদি নিজের
ক্ষতির কারন না হয়ে যায় তার জন্য আমাদের নিচে দেয়া স্টেপ অনুযায়ি একটি সুরক্ষিত
অ্যাকাউন্ট তৈরি করতে পারিঃ
পোষ্ট সূচিপত্রঃ কি ভাবে জিমেইল আইডি খুলবো ?
1.অ্যাকাউন্ট খুলার নিয়মবলিঃ-
ধাপ ১ঃgmail অ্যাকাউন্ট খোলার কৌশল বা ধরণ শিখে নিন
নিজের জন্য
ব্যবসা চালু করতে
গুরুত্বপূর্ণঃ যে কোনো ব্যবসা করার জন্য যখন gmail অ্যাকাউন্ট
তৈরি করবেন।যখন আপনি আপনার পছন্দ মত সেটিং ব্যবহার করতে পারবেন।ব্যবসার জন্য
অ্যাকাউন্ট তৈরি করলে gmail business profile
সেট করলে বোঝার ক্ষেতরে সুবিধা হবে।এর মধ্যে আপনার ব্যবসা অনলাইনে খুবই সহজে
পাওয়া যাবে।
2.সঠিক তথ্যের ভিত্তিতে অ্যাকাউন্ট তৈরি করুনঃ-
নতুন করে অ্যাকাউন্ট খুলতে কি কি তথ্যের সম্মুখিন হতে পারেন এবং হারিয়ে
যাওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পর কি ভাবে সুরক্ষিত রাখবেন সকল নিয়ম
নিচে দেওয়া হলোঃ
1.gmail অ্যাকাউন্ট নতুন করে তৈরি করার জন্য প্রথমে সাইন-ইন পৃষ্টায় যান
2.নতুন অ্যাকাউন্ট তৈরি করতে বিকল্প জেনে নিন
প্রথমে যাচাই করুন কি বিষয়ে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন
- ব্যবসা বানিজ্য
- ব্যাক্তিগত ব্যবহার
3.প্রথমে আপনার নাম লিখুন এবং নিচে আরেকটা নিকনেম লিখুন
- আপনার জন্ম মাস,তারিখ এবং সাল লিখুন।
- আপনার লিঙ্গগত পরিচয়,আপনি ছেলে,মেয়ে কিংবা উভয়লিঙ্গ কিনা তা যাচাই করুন।
4.অন্য কেউ যেন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারে তার জন্য আপনি
আপনার অ্যাকাউন্টে পার্সোনাল ভাবে পাসওয়ার্ড তৈরি করুন।
পরামর্শঃপাসওয়ার্ড লেখার সময় ছোট হাতের,বড় হাতের কিংবা সংখ্যা এর মধ্যে
কোনো প্রার্থক্য নেই ,সবগুলোই ব্যবহার করতে পারেন।
5.ঐচ্ছিকঃ অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার নাম্বার যোগ করুন কিংবা
স্কিপ করে এরিয়ে যান।
3.নাম ব্যবহারের করনীয় কি?
6.আপনার অ্যাকাউন্ট ইউজার নেম ব্যবহারের ক্ষেত্রে যদি সেই নাম আগে
থেকেই ব্যবহার হয়ে থাকে তাহল কি হবে
- অ্যাকাউন্ট সে নাম গ্রহন করবে না
- অন্য কোনো অ্যাকাউন্টে নামের সাথে মিল থাকলে বা যে কোনো অংশ মিল থাকলে তা গ্রহন যোগ্য হবে না।
4.জিমেইল অ্যাকাউন্টের সতর্কবার্তাঃ-
ধাপ২ঃ হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট নতুন করে ফিরিয়ে আনার পর
আমাদের তথ্যের সাথে সুরক্ষিত রাখুন
প্রথমে নাম্বার চেঞ্জ করে নতুন নাম্বার যোগ করুন।
পাসওয়ার্ড চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিন।যে পাসওয়ার্ড কেউ জানতে পারবে
না।
লুকাস৩৬৫ জুরে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url