নগদ অ্যাপ দিয়ে ইনকাম

নগদ অ্যাপ থেকে টাকা ইনকামের অনেক উপায় রয়েছে।আপনার কাজের উপর নির্ভর করবে আপনি অ্যাপটি কি ভাবে ব্যাবহার করবেন।

নগদ অ্যাপ থেকে কি ধরনের সুবিধা পেতে পারেন তার কিছু বিস্তারিত

সূচিপত্রঃ

1.নগদ অ্যাপ দিয়ে টাকা লেনদেন:

নগদ অ্যাপ দিয়ে আপনি জদি প্রতিনিয়ত টাকা লেনদেন করেন এবং দেশের বাহিরের টাকা আদান প্রধান করেন তাহলে সেখান থেকে কমিশন দেওয়া হবে এবং সঠিক নিয়মে নীতির সাথে কাজ করলে নগদ কোম্পানি থেকে অফার দিয়ে থাকেন।মানুষের সাথে আচার আচরন এবং  লেনদেন ঠিক রাখতে হবে।নগদ অ্যাপ দিয়ে লেনদেন এবং নীতির সাথে কাজ করলে কোম্পানি আপনাকে ক্যাশব্যাক দিতে পারেন।নগদ অ্যাপ অ্যাকাউন্ট দিয়ে অধিক পরিমানে লেনদেন করলে কমিশন এবং সুবিধা পেতে পারেন।টাকা লেনদেন এর ক্ষেত্রে অন্য অন্য অ্যাপ এর চেয়ে নগদ অ্যাপ দিয়ে টাকা লেনদেন করার ক্ষেত্রে অ্যাকাউন্ট থেকে টাকা সেন্ডমানি বা ক্যাশ আউট করার ক্ষেত্রে  অনেক সাশ্রয়ী।


2.ক্যাশব্যাক বোনাস:

নগদ অ্যাপ দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ব্যাবসায়িক চুক্তি করে ক্যাশব্যাক,  কমিশন ও ডিসকাউন্ট অফার দেয়।এসব অফারের মধ্যে আপনি যে কোনো পন্য বা সেবা কিনে ডিসকাউন্ট নিতে পারেন।এতে আপনার কিছু টাকা সাশ্রয়ী হবে।অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে অনেক অফার দিয়ে রাখেন।যেমন,নগদ অ্যাপ দিয়ে অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন কিছু টাকা বোনাস বা এত টাকা নগদ অ্যাপ থেকে গ্রামীন এ রিচার্জ,সেন্ডমানি ও ক্যাশ আউট করলে এত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন।


3.অফলাইন টাকা উত্তলন: 

আপনি জদি কোনো ব্যাবসা বা দোকান পরিচালনা করতে চান তাহলে নগদ অ্যাপ দিয়ে লেনদেন করুন এবং সুবিধা নিতে পারেন।ব্যাবসা বা দোকান পরিচালনা করার জন্য অধিক টাকা লেনদেন করতে হয় সে ক্ষেত্রে অন্য অন্য অ্যাপ এর চেয়ে নগদ অ্যাপ অনেক সাস্রয়ি এবং খরচ অনেক কম।অধিক টাকা লেনদেন করলে নগদ অ্যাপ কোম্পানি ক্যাশব্যাক ও ডিসকাউন্ট দিয়ে থাকেন।

4.ঘরে বসে বিল পরিশোধ :

নগদ অ্যাপ দিয়ে যে কোনো জায়গা বা ঘরে বসেই সকল ধরনের ঋণ পরিশোধ করতে পারি। (যেমন,কারেন্ট বিল,ওয়াইফাই ও গ্যাস বিল ইত্যাদি)ঋণ পরিশোধ করার মধ্যমে নগদ অ্যাপ থেকে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক পাইতে পারেন।

5.এজেন্ট নিয়ে টাকা  ইনকাম করতে পারেনঃ 

আপনি চাইলে নগদে এজেন্ট নিয়ে ইনকাম করতে পারেন,এটার জন্য আপনার এক্সট্রা কোনো টাকা খরচ করতে হবে না । জনগন আপনার থেকে টাকা ক্যাশ ইন করলে অথবা উত্তলন করলে সেখান থেকে আপনি প্রফিট পাবেন।

অ্যাডমিনের পরামর্শ

6.হ্যাকার হতে সাবধান:হ্যাকার থেকে সাবধান থাকা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারন হ্যাকার চাইলে আপনার আমার সকল পারসোনাল ডকুমেন্ট বের করতে পারেন।এই সকল কাজের সম্মুখীন যেনো না হতে হয় তার জন্য নগদ অ্যাপ এর জন্য কিছু টিপস জেনে নিন:

6.1-পাসওয়ার্ড:পাসওয়ার্ড শক্তিশালী রাখুন।এমন কোর্ড বা লেখা ব্যাবহার করুন যে পাসওয়ার্ড কেউ জানতে পারবে না।পারসোনাল পাসওয়ার্ডটি কারো সাথে সেয়ার করবেন না।ফোন কল বা মেসেসে কোনো কিছু সেয়ার করবে না।কোনো সমস্যা দেখা দিলে সরাসরি অফিসিয়াল চ্যানেলে যোগাযোগ করুন।

6.2-লিংক হতে সাবধান:অচেনা জিমেইল বা মেসেস থাকা লিংক এ প্রবেশ করবে না।এতে আপনার ডিভাইসে ভাইরাস তৈরি করতে পারে।

6.3-নিরাপদ ওয়াইফাই:পাবলিক ওয়াইফাই ব্যাবহার থেকে বিরত থাকুন।কারন হ্যাকার রা আপনার ডকুমেন্টস চুরি করার জন্য চারি দিকে বিভিন্ন ধরনের জাল বিচিয়ে রেখেছেন।vpn দ্বারা সকল তথ্য সুরক্ষিত রাখতে পারেন।vpn ব্যাবহার করা ভালো।

6.4-প্রতিনিয়ত অ্যাকাউন্ট চেক করুন:আপনার অ্যাকাউন্ট মাঝে মধ্যে চেক করুন।সন্দেহ জনক কিছু মনে হলে সাথে সাথে ব্যাবস্থা নিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

লুকাস৩৬৫ জুরে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url